চৌগাছার নামকরণের সাথে যুক্ত বটবৃক্ষ বাঁচাতে মানববন্ধন

যশোরের চৌগাছার নামকরণের ইতিহাসের সাথে যুক্ত চৌগাছা-যশোর সড়কের আহমদ নগর বাজার সংলগ্ন অবস্থিত বৃহৎ বটগাছ রক্ষার্থে মানববন্ধন করেছে ’চলো একসাথে হাসি’ নামের একটি ছাত্র সংগঠন।

শুক্রবার বিকালে ভাস্কার্য মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে দাবী করা হয়, সীমান্তবর্তী উপজেলা চৌগাছা নামকরণের ইতিহাসের সাথে চারটি বটবৃক্ষ জড়িত রয়েছে। কিন্তু কালের পরিক্রমায় দুইট বটগাছ বিলুপ্তি হয়ে গেলেও এখনও পর্যন্ত দুটি বটবৃক্ষ জীবিত আছে।

কপোতাক্ষ নদের পশ্চিমে চৌগাছা-মহেশপুর সড়কের কংশারীপুর ও চৌগাছা-যশোর সড়কের আহমদ নগর বাজার সংলগ্ন এই দুটি গাছ রয়েছে।

আরও পড়ুন:
বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের বোমা হামলা
রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে আটক-৫০

সম্প্রতি চৌগাছা-যশোর সড়কের বটবৃক্ষটি কেটে ফেলার জন্য নানা প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে বটবৃক্ষটি বিক্রির জন্য জেলা পরিষদের পক্ষে গাছে একটি সাইনবোর্ড দেয়া হয়েছে। এটা আমরা মেনে নিতে পারিনি। বটবৃক্ষটি বিক্রি না করে যথাযথ ভাবে সংরক্ষণের জোর দাবী করা হয় এই মানববন্ধন থেকে।

মানববন্ধনে এ সময় ‘চলো একসাথে হাসি’ সংগঠনের সদস্য ইতিশা আক্তার, মাহিন মুনতাসিন রাহুল, নাহিদ মাফিন, জিল্লুর রহমান হৃদয়, জিম আক্তার, মেহেদি হাসান, সোহেল মাহবুব হৃদয়, বাধন আল সাকিব,জান্নাতুল হাসান কথা, বাবু ইসলাম, পাভেল খান প্রমূখ উপস্থিত ছিলেন।

অক্টোবর ১৮, ২০১৯ at ২০:১২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোই/এএএম