স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব, সম্পাদক রাজন

বাংলাদেশে সর্ব প্রথম শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কে এ এম সাকিবকে সভাপতি ও একই বিশ্ববিদ্যালয়ের উর্দূ ভাষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাশেদ রাজনকে সাধারণ সম্পাদক করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট একবছর মেয়াদী এ কমিটির ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের প্রশাসক ড. শাহিন জোহরা।

আরও পড়ুন:
হরিণাকুণ্ডে সাপের কামড়ে শিশুর মৃত্যু
ফটিকছড়িতে খালে মাছ ধরতে গিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ জান্নাতুন নাঈম মিতু, সহ-সভাপতি-২ সারোয়ার সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর অন্তু, কোষাধ্যক্ষ সাইদুল হাসান, সাংগঠনিক সম্পাদক রিপন মাহমুদ, দফতর সম্পাদক সোহানুর রহমান, প্রচার সম্পাদক সাঈদ সজল, তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইহসান সিফাত, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মতিউর পাটোয়ারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, কার্যনির্ববাহী সদস্য, ইনসানা ইসলাম ইতি, ফারহানা সুলতানা, ফরহাদ হোসাইন।

অক্টোবর ১৭, ২০১৯ at ২১:১৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আসাস/এএএম