হরিণাকুণ্ডে সাপের কামড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভাধীন চটকাবাড়িয়া গ্রামে তুফান (১০) নামে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত তুফান ঐ গ্রামের ইতাহার আলীর ছেলে।

নিহত শিশুর পরিবার ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, বুধবার রাতে শিশু তুফান মায়ের সাথে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত আনুমানিক ১ টার দিকে তাকে বিষাক্ত কানন সাপে কামড় দেই।

আরও পড়ুন:
ফটিকছড়িতে খালে মাছ ধরতে গিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নাটোরে বাউয়েট মেধাবৃত্তি সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এসময় তুফান বিষের যন্ত্রনায় চিৎকার করলে তার বাবা মা উঠে সাপটিকে দেখে মেরে ফেলে। তারা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে সাপের কামড়ের চিকিৎসা না থাকায় ওঝার কাছে নিয়ে যান। বৃহস্পতিবার ভোরে তুফান সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায়।

এ ঘটনায় নিহতের পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

অক্টোবর ১৭, ২০১৯ at ২১:০৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কালি/এএএম