নাটোরে বাউয়েট মেধাবৃত্তি সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাটোরে কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বাউয়েট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সামার সেমিস্টার ২০১৯ ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ৭টি বিভাগের ৪৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ প্রদান করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।

আরও পড়ুন:
পটুয়াখালীতে র‌্যাবের হাতে সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সক্রিয় সদস্য আটক
কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হলেন আবরারের ছোট ভাই ফায়াজ

সনদ বিতরণ কালে প্রধান অতিথি বলেন, ‘ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় ভাল ফলাফল করার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে হবে। ভবিষ্যতে সাংস্কৃতিক অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করা হবে।’ সনদ বিতরণ শেষে বাউয়েটের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অক্টোবর ১৭, ২০১৯ at ২০:৩২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোআরটু/এএএম