পটুয়াখালীতে জাতীয় ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভোক্ত অধিকার আইন ২০১৯ ব্যাপক ভাবে প্রচার ও সচেতনতার লক্ষে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর পটুয়াখালীর আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ কাজী আলমগীর, ভোক্ত অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম, প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যনার্জী, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ, চেম্বর অব কমার্সের সহ-সভাপতি ফরাদ জামান বাদল, পৌর মেয়র প্রতিনিধি কাউন্সিলর মোঃ দেলোয়ার আকন।

আরও পড়ুন:
চৌগাছায় পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন
পুকুরে গোসলে নেমে বিদ্যুৎ স্পর্শে নিহত

এসময় সেমিনারে চেম্বার অব কমার্স, বেকারী সমিতি, হোটেল মালিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তরা ভোক্তার অধিকার নিয়ে ব্যপক আলোচনা করেন এবং খাদ্যে ভেজাল কমাতে ব্যবসায়ীদের কাছে অনুরোধ বক্তারা। এসময় ব্যবসায়ীরা সেমিনারে তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।

অক্টোবর ১৭, ২০১৯ at ১৯:৩৪:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সুচ/এএএম