চৌগাছায় পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন

চৌগাছায় বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা চত্ত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

সমিতির উপজেলা শাখার সভাপতি লুৎফুননেছার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সুমিত্রা রানী পাল। অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন, আহারুন নেছা, দিপারানী, হাজেরা খাতুন, শান্তিরানী, পিয়াংকা রায়, সোনিয়া নার্গিস, স্বপ্না খাতুন, হৈমন্তী সাধু,মনোয়ারা বেগম, জেসমিন নাহার, তানিয়া খাতুন, প্রত্যাশা পারভীন,তানিয়া আক্তার প্রমুখ।

আরও পড়ুন :
পুকুরে গোসলে নেমে বিদ্যুৎ স্পর্শে নিহত
তিয়ানশির এক ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড, প্রতিষ্ঠানে সিলগালা

এ সময় বক্তরা বালেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতির শ্রেনী প্রথা উঠিয়ে দেয়া সত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত ৪ সেপ্টেম্বর এক স্মারকে দেশের সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেনী চিহিৃত করে পত্র জারি করেছেন।

আমাদের অবমাননা করে জারিকৃত পত্র অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। প্রতিবাদ সভা শেষে মানবন্ধনে অংশ নেয় নেতৃবৃন্দ।

অক্টোবর ১৭, ২০১৯ at ১৯:০২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআই/আজা