বস্তাবন্দি বৃদ্ধার মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে মাহফুজা বেগম (৫৫) নামের এক মহিলার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের মুন্সি বাড়ির সুপারি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহফুজা বেগম একই গ্রামের আমিন উল্যা মুন্সি বাড়ির মৃত বাহার উল্যার স্ত্রী।

নিহতের বড় ছেলে আবদুল কুদ্দুস রিপন জানান, আমার মা মাহফুজা বেগম বুধবার বিকেলে ডায়াবেটিস জনিত কারণে রাস্তায় হাটতে বের হলে সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়া।

আরও পড়ুন :
প্রতিপক্ষকে ফাঁসাতে: ছেলে গুম নাটক, ঘটনায় বাবার জেল
২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ যুক্ত করা হবে

এলাকায় ও মসজিদের মাইকের মাধ্যমে হারানো ঘোষণা দেওয়া হয়। এবং রায়পুর থানায় সাধারণ ডায়েরী করা হয়। মায়ের গলায়, হাতে, কানে মিলিয়ে ২ ভরি স্বর্ণ ছিল। মায়ের লাশের সাথে স্বর্ণগুলো পাওয়া যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেরোয়া গ্রামের মুন্সী বাড়ির সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

অক্টোবর ১৭, ২০১৯ at ১৭:০২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একা/আজা