উমামা হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মুক্তাগাছায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী উমামা হত্যার ঘটনায় আসামিদের ফাঁসি দাবিতে উপজেলা তাঁতী লীগ মঙ্গলবার সকালে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পার্শ্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে আওয়ামী লীগ, তাঁতী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ অনেক সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।

এতে তাঁতী লীগের আহবায়ক বিপ্লব সরকার, যুগ্ম-আহবায়ক আবু সাঈদ, সদস্য সচিব পারভেজ সাজ্জাদ প্রিন্স, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আরিফ রব্বানী, কমিউনিটি ডক্টরস সোসাইটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর ও শ্রমিকলীগ নেতা আমজাদ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ, পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিন বক্তব্য রাখেন।

আরও পড়ুন :
প্রাইভেট প্রাকটিস করার অপরাধে অর্থদন্ড দিয়েছে আদালত
সুন্দরবনে নিখোঁজ ট্রলার মালিক, ৩৪ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

বক্তারা বলেন, সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী উমামা তাসনীমকে তার বাবা ও সৎ মা অমানবিক নির্যাতন শেষে রান্না ঘরে গলা টিপে হত্যা করে প্রমাণ করেছে তারা মানুষরূপি পশু।

এদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানিয়ে তারা আরো বলেন, যতদিন পর্যন্ত উমামার হত্যাকারীদের ফাঁসি কার্যকর না হবে ততদিন পর্যন্ত দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।

অক্টোবর ১৫, ২০১৯ at ১৭:৩৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এইচএমএস/আজা