প্রাইভেট প্রাকটিস করার অপরাধে অর্থদন্ড দিয়েছে আদালত

বাগেরহাটের মোড়েলগঞ্জে এক সরকারি কমিউনিটি মেডিকেল অফিসার ও একটি বেসরকারি ক্লিনিকের ম্যানেজারকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বেলা ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, মোড়েলগঞ্জ উপজেলা হাসপাতালের সাব এ্যাসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মনিকা মল্লিক ও রহিমা মেমোরিয়াল হাসপাতালের ম্যানেজার সুমন শিকদার।

আরও পড়ুন :
উভয় পক্ষের সংঘর্ষে আহত-২০

নির্বাহী কর্মকর্তার নিকট উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার শর্মী রায় লিখিতভাবে অভিযোগ করলে এ দন্ডাদেশ দেওয়া হয়।

এ সম্পর্কে নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে মনিকা মল্লিক বেসরকারি হাসপাতালে প্রাইভেট প্রাকটিস করার অপরাধে তাকে অর্থদন্ড দেওয়া হয়েছে।

এছাড়া রহিমা মেমোরিয়াল হাসপাতালের লাইসেন্স না থাকায় ওই হাসপাতালের ম্যনেজার সুমন শিকদারকে ও অর্থদন্ড দেওয়া হয়।

অক্টোবর ১৫, ২০১৯ at ১৭:২৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/পএস/আজা