চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণের গহনা উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ২৪ ভরি সোনার গহনা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানান।

প্রেস বজ্ঞিপ্তিতে জানানো হয, সোমবার (১৪ অক্টোবর) দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্তের ৭৭ নম্বর মেইন পিলারের কাছে সোনার গোহনাগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৬৮ হাজার ৯শ ৯৫ টাকা।

আরো পড়ুন:
পরিবারের সম্পৃক্ততায় বীভৎস নির্মমভাবে খুন হয় শিশু তুহিন
সংযোগ সড়কের অভাবে পথচারীদের চরম দুর্ভোগ!

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা জয়নগর সীমান্তের ৭৭ নম্বর মেইন পিলারের নিকট দর্শনা আইসিপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আব্দুল হামিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অবস্থান করছিল। এসময় ভারত সীমান্তের দিক থেকে এক সোনা চোরাকারবারী আসলে তাকে ধাওয়া করে বিজিবি।

চোরাকারবারী তার কাছে থাকা কসটেপ দিয়ে মেড়ানো একটি টোপলা ফেলে পালিয়ে যায়। পরে উর্ধ্বতন অফিসারের সামনে কসটেপ দিয়ে মেড়ানো একটি টোপলা খোলা হলে তার ভিতরে থাকা সোনার বিভিন্ন গহনা উদ্ধার করা হয়। যার ওজন ২৪ ভরি বলে পরিমাপ করা হয়।

অক্টোবর ১৫, ২০১৯ at ০৯:৪৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএএম