চৌগাছায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

যশোরের চৌগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস-২০১৯ পালিত হয়েছে।”নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। দিবসটির তাৎপর্য ধরে রাখতে পরিষদ চত্তরে শিশুদের নিয়ে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহড়া ও আলোচনার আয়োজন করা হয়।

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে ফিরে আসে।

আরও পড়ুন :
রাবিতে ভিসি প্রোভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন
ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

তারপরই শুরু হয় দিবস সম্পর্কে আলোচনা এবং শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দূর্যোগ সম্পর্কিত মহড়ার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা শতস্ফুর্তভাবে এতে অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, উপজেলা ভূমি কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দীন, মঈনুল ইসলাম বাচ্চুসহ উপজেলা পর্যায়ে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আগত শিক্ষার্থীরা।

অক্টোবর ১৩, ২০১৯ at ১৬:০৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআই/আজা