৯ দফা দাবিতে সিএনজি-অটোরিকশা মালিক-শ্রমিকদের ৭২ ঘন্টার ধর্মঘটের ঘোষণা

৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা ৭২ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। এ ধর্মঘট চলবে আগামী ১৫ ১৬ ও ১৭ অক্টোবর। সোমবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত এক সভায় সংগঠনের নেতৃবৃন্দেরা এ ঘোষণা দেয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, প্রাইভেট সার্ভিসের অনুমোদনবিহীন সকল মোটরসাইকেল প্রাইভেটকার বাণিজ্যিক ব্যবহার বন্ধ করতে হবে।

আরো পড়ুন:
ঘরহারা থাকবে না একটি মানুষও -প্রধানমন্ত্রী
উইন্ডোজ পিসির চাহিদা বাড়ছে

গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে চালকদের ব্যয়বৃদ্ধির ফলে ভাড়ার মিটারে প্রথম ২ কিলোমিটার ৮০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ৩০ টাকা এবং ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৪ টাকা এবং মালিকদের দৈনিক জমা আনুপাতিক হারে বৃদ্ধি করতে হবে।

অটোরিকশাকে শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। সরকারের নির্ধারিত ফি বিনিময়ে ডাইভিং লাইসেন্স প্রদান ও নবায়ন করতে হবে। রাইড শেয়ারিং সাভিসের অনুমোদন বিহীন মোটরসাইকেল ও প্রাইভেটকারের বাণিজ্যিক ব্যবহার বন্ধ করতে হবে।

অক্টোবর ১৩, ২০১৯ at ১৩:৪৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম