শেখ হাসিনা “ভ্যাকসিন হিরো” উপাধিতে ভূষিত হওয়ায় আনন্দ র‌্যালী

আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল এলায়েন্স অব ভ্যাকসিনস্ এন্ড ইমিউনাইজেশন (গ্যাভী) কর্তৃক বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা “ভ্যাকসিন হিরো” উপাধিতে ভূষিত হওয়ায় পাবনায় আনন্দ র‌্যালী করেছে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখা ও বাংলাদেশ হেলথ্ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশন জেলা শাখা।

বৃহস্পতিবার দুপুরে আনন্দ র‌্যালীটির উদ্বোধন করেন, পাবনার সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল। আনন্দ র‌্যালীটি সিভিল সার্জন অফিসের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন :
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী ও ছাত্র ফেডারেশনের বিক্ষোভ
পটুয়াখালীতে ইলিশ ও মাদক দ্রব্যসহ আটক ৩

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা: আবু জাফর, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার ডা: রাফিয়া আফরোজ, বাংলাদেশ হেলথ্ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশন জেলা শাখা সাধারন সম্পাদক মো: ইদ্রিস আলী, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মো: ফজজুল হক, সাধারন সম্পাদক রইচ উদ্দিন, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি সেলিম, সাধারন সম্পাদক হাফিজুর রহমান, ছালাম খান, মাহফুজ, মকছেদ আলী, নুরে আলম, শফিকসহ জেলা ও জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ।

উপস্থিত সকল নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। পরে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দ বেতন স্কেল টেকনিক্যাল পদমর্যাদা ১১ তম গ্রেড এর দাবিতে সিভিল সার্জনের নিকট স্মারকলিপি প্রদান করে।

অক্টোবর ১০, ২০১৯ at ১৮:৫১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/আজা