মুক্তিযোদ্ধা নুর বক্সসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নুর বক্সসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় মরহুমের নিজ বাড়ি পৌর এলাকার কংশারীপুর মহল্লায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।

এ সময় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। গার্ড অব অনার প্রদানের পর একই স্থানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন :
ওয়ার্ড মহিলা কাউন্সিলরের বিরুদ্ধ বয়স্ক ভাতার টাকায় ভাগ বসানোর অভিযোগ
ঝরে গেল তরতাজা একটি প্রাণ

জানাজায় উপজেলা পরিষদেও চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাঃ নুর ইসলাম, শওকত আলী, পৌরসভার সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারসহ মুক্তিযোদ্ধাগণ, ব্যবসায়ী ও স্থানীয়রা অংশ গ্রহন করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দেশের এই শ্রেষ্ঠ সন্তানের দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সড়ক দূর্ঘটনায় মুক্তিযোদ্ধা নুর বক্স (৮৫) মারাত্মক আহত হয়। প্রথমে চৌগাছা হাসপাতাল এরপর যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অক্টোবর ০৯, ২০১৯ at ২১:২৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআই/আজা