জাতীয় ক্রিকেট লিগে কে কোন দলে দেখে নিন

আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১ তম আসর। ৮টি দল নিয়ে শুরু হবে লিগ। দুটি টায়ারে ভাগ হয়ে জাতীয় লিগে খেলবে দলগুলো। সোমবার (০৭ অক্টোবর) ১৪ সদস্যের ৮টি দল ঘোষণা করে বিসিবি।

সাকিব আল হাসান ছাড়া প্রায় সব ক্রিকেটারই অংশ নিচ্ছেন এই আসরে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বিসিবি জাতীয় ক্রিকেট দলের সকল ক্রিকেটারদের জাতীয় লিগে খেলা বাধ্যতামূলক করেছে।

জাতীয় লিগের ৮টি দল

রাজশাহী ডিভিশনঃ জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান, জহুরুল ইসলাম, অভিষেক মিত্র, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোহাইমিনুল খান, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, শফিকুল ইসলাম, সাকলাইন সজিব, শাকির হোসেন, মোহর শেখ।

খুলনা ডিভিশনঃ ইমরুল কায়েস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তুষার ইমরান, নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, ইমরানউজ্জামান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আল আমিন হোসেন, হাসানউজ্জামান।

আরও পড়ুন:
ফুটেজ দেখে ১৯ জনকে শনাক্ত করে আবরারের বাবার মামলা (ভিডিও)
আপত্তিকর অবস্থায় যুবক-যুবতী আটক

ঢাকা ডিভিশনঃ নাদিফ চৌধুরী, শুভাগত হোম, রকিবুল হাসান, রনি তালুকদার, আব্দুল মজিদ, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান, শাহাদাত হোসেন, শেখ ইমন, সালাউদ্দিন শাকিল, সুমন খান, শাকিল খান, হৃদয় খান, জুবায়ের হোসেন লিখন।

রংপুর ডিভিশনঃ মেহেদি মারুফ, ফারদিন হাসান অনি, মাহমুদুল হাসান লিমন, নাঈম ইসলাম, নাসির হুসাইন, তানবির হায়দার খান, সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিন বাবু, সাজেদুল ইসলাম, শুভাশিস রয়, সঞ্জিত শাহা, রবিউল হক, মায়শুকুর রহমান, হামিদুল ইসলাম হিমেল।

ঢাকা মেট্রোঃ সাদমান ইসলাম অনিক, রাকিন আহমেদ, শামসুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুব, আল আমিন জুনিয়র, জাবিদ হোসেন, সৈকত আলী, আরাফাত সানি, মোহাম্মদ শহিদুল, আবু হায়দার রনি, মানিক খান, মোহাম্মদ ইলিয়াস, আমিনুল ইসলাম বিপ্লব।

সিলেট ডিভিশনঃ ইমতিয়াজ হোসেন তান্না, জাকির হাসান, জাকির আলী, অলক কাপালি, শাহনুর রহমান, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস, আবু জায়েদ রাহি, ইমরান আলী, এবাদত হোসেন, তৌফিক তুষার, নাসুম আহমেদ, রুহেল মিয়া, মিজানুর রহমান সায়েম, রেয়াজুর রহমান রেজা।

বরিশাল ডিভিশনঃ কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, শাহরিয়ার নাফিস, মোহাম্মাদ আশরাফুল, সোহাগ গাজি (ফিটনেস ক্লিয়ারেন্স), ফজলে রাব্বি, মনির হোসেন, সালমান হোসেন, নুরুজ্জামান, তানভির ইসলাম, শামসুল ইসলাম অনিক, তৌহিদুল ইসলাম রাসেল (ফিটনেস ক্লিয়ারেন্স), মঈন খান, রাফসান মাহমুদ।

চট্টগ্রাম ডিভিশনঃ তামিম ইকবাল, মমিনুল হক, সাদিকুর রহমান, পিনাক ঘোষ, ইয়াসির আলী রাব্বি, তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মাসুম খান টুটুল, মেহেদি হাসান (অনূর্ধ্ব-১৯), নোমান চৌধুরী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, শাখাওয়াত হোসেন, ইরফান শুক্কুর, নাঈম হাসান।

অক্টোবর ৭, ২০১৯ at ২২:১২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বিএন২৪/এএএম