ধর্ষণের অভিযোগে নেপালের সদ্য পদত্যাগী স্পিকার আটক

ধর্ষণের অভিযোগে নেপালের পার্লামেন্টের সদ্য পদত্যাগী স্পিকার কৃষ্ণ বাহাদুর মহরাকে আটক করেছে পুলিশ।

পার্লামেন্টের এক নারী কর্মীর ধর্ষণ মামলায় রোববার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে রাজধানী কাঠমানণ্ডু থেকে কৃষ্ণ বাহাদুরকে আটক করা হয়।

ওই নারীর অভিযোগ, নিজ অ্যাপার্টমেন্টে মদ্যপ অবস্থায় তাকে ধর্ষণ করা হয়। এরপরই দলের পক্ষ থেকে কৃষ্ণ বাহাদুর মহরাকে পদত্যাগ করতে বলা হয়।

আরও পড়ুন:
ডাক্তারের ভূমিকায় চতুর্থ শ্রেণির কর্মচারী
পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

তবে, ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই মাওবাদী নেতা। সুষ্ঠু তদন্তের জন্য গেল মঙ্গলবার পার্লামেন্টের স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান তিনি।

২০০৬ সালে গৃহযুদ্ধ বন্ধে নেপাল সরকারের সঙ্গে আলোচনার জন্য মাওবাদীর প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কৃষ্ণ বাহাদুর।

২০১৭ সালের জাতীয় নির্বাচনে দেশটির বামপন্থী জোট অভূতপূর্ব জয় পাওয়ার পর তাকে পার্লামেন্টের স্পিকার করা হয়।

অক্টোবর ৭, ২০১৯ at ১৯:৪০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সটিভিও/এএএম