মহেশপুর ফেনসিডিলসহ ক্লিনিক মালিক আটক

ঝিনাইদহের মহেশপুর এলাকায় ৩৫ বোতল ফেনসিডিলসহ আবুল বাশার নামে এক ক্লিনিক মালিক বিজিবির হাতে আটক হয়েছেন।

তিনি মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের ছামসুল হকের ছেলে। আবুল বাশারের ভৈরব বাজার ও জিন্নানগর বাজারে “মডার্ন ক্লিনিক” নামে দুইটি বেসরকারী হাসপাতাল আছে।

মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর কামরুল হাসান গনমাধ্যম কর্মীদের জানান, রোববার সকালে সামন্তা এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় ক্লিনিক মালিক ও গ্রাম্য চিকিৎসক আবুল বাশার ফেনসিডিলসহ মটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন।

আরও পড়ুন:
আওয়ামীলীগ ক্ষমতায় থাকবে যতদিন সকল ধর্মের মানুষ তাদের ধর্ম পালনে সমান সুযোগ পাবে- মোহাম্ম নাসিম
কেশবপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের পূজামন্দির পরিদর্শন

বিজিবির টহল দল তার ব্যাগ তল্লাসী করে ৩৫ বোতল ফেন্সিডিল, নগত ৩ হাজার টাকা ও ১৩৫ সি সি কালো রংয়ে একটি ভারতীয় ডিসকভার মোটর সাইকেল জব্দ করে।

এ ব্যাপারে তার নামে মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

সেপ্টেম্বর ৬, ২০১৯ at ২০:৩৩:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কালি/এএএম