পেঁয়াজ খাওয়া ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন। কোনো ধরনের পূর্ব নোটিস ছাড়া প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় তিনি রন্ধনশালার কর্মীদের তরকারিতে পেঁয়াজ না দেয়ার নির্দেশ দেন।

গতকাল শুক্রবার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বিজনেস ফোরামের অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা জানান।

ভারত সরকারের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো পণ্য রপ্তানি বন্ধ করার আগে জানালে বাংলাদেশ পণ্য সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে পারে।

উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে হঠাৎ রাজধানীসহ সারাদেশে পেঁয়াজের দাম বেড়ে যায়। ৪০ টাকার পেঁয়াজ বিক্রি হতে থাকে ১১০ থেকে ১২০ টাকায়।

আরও পড়ুন :
ভিসির পদত্যাগে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার
অক্ষয়ের ‘লক্ষ্মী বোম্ব’ ছবির ফার্স্ট লুক প্রকাশ

সরকার টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজিতে বিক্রি করলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। ফলে টিসিবির ট্রাকসেলের সামনে বিপুল সংখ্যক মানুষকে ২-১ কেজি পেঁয়াজ কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে বৈঠকে আগরতলা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে আলাপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বৃহস্পতিবার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী দিল্লি যান শেখ হাসিনা। সফরের প্রথম দিনই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী।

এর আগে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প উদ্বোধন হয়।

১৫ কিলোমিটার দীর্ঘ ওই রেললাইন নির্মাণে ব্যয় ধরা হয় ৪৭৭ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৫৭ কোটি টাকা।

অক্টোবর ০৫, ২০১৯ at ১১:২২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/আজা