নদীতে গোসল করতে নেমে দুই সহোদর বোনসহ তিন শিশুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় নদীতে গোসল করতে গিয়ে দুই সহোদর বোনসহ তিন মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার খিরাটি পূর্বপাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, ওই গ্রামের মিলন মিয়ার মেয়ে সিনথিয়া (১০), সিনহা (৭) ও তার ভাগ্নি (বোনের মেয়ে) হিমা আক্তার (১২)।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুর সোয়া ১টার দিকে পাঁচ থেকে ছয় শিশু মিলে পাশে বানার নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে সিনথিয়া, সিনহা ও হিমা তলিয়ে যায়। দীর্ঘ সময়েও তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।

পরে প্রতিবেশী এক শিশুর কাছ থেকে নদীতে গোসল করতে যাওয়ার খবর পেয়ে স্থানীয় ডুবুরিরা সেখানে তল্লাশি চালান। তল্লাশির পর প্রথমে সিনথিয়া পরে সিনহা ও হিমার মরদেহ উদ্ধার করেন তারা।

আরো পড়ুন:
ধর্ষণের বিচার চাইতে গিয়ে আরও দুবার ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
চৌগাছায় ৪৪টি মন্দিরে চলছে র্দূগাপূজা

প্রতিবেশী দেলোয়ার হোসেন জানান, নিহত হিমা আক্তারের বাড়ি পাশের নরসিংদী সদর উপজেলার বাগদা গ্রামে। তার বাবার নাম মনির হোসেন। গত দুদিন আগে হিমা তার মামার বাড়ি বেড়াতে এসেছিল।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, মানবিক আবেদনের কারণে তিন শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

অক্টোবর ০৪, ২০১৯ at ২২:৩৩:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কাক/এএএম