ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি

ক্লাস-পরীক্ষা চালু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তি পত্র পাওয়ার দাবিতে আমরণ অনশন করছেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীরা।

কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত এই আমরণ কর্মসূচি চলবে বলে জানান, কলেজের শিক্ষার্থী লুবান মাহফুজ মিশুক।

আরও পড়ুন:
অদ্ভুত প্রেমের ভয়াবহ পরিণতি!
পুলিশ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তিনি বলেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হওয়ার পরও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনাপত্তিপত্র দিচ্ছে না। যে কারণে ৯ মাস যাবত বন্ধ রয়েছে তাদের ক্লাস ও পরীক্ষা।

যে কারণে অনাপত্তিপত্র ও ক্লাস-পরীক্ষা চালুর দাবীতে বুধবার (০২ অক্টোবর) ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হলেও সেখান থেকে কলেজের প্রধান ফটনের সামনে বসে আমরণ অনশণ শুরু করে। এ দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে বলেও জানান তিনি।

অক্টোবর ০৪, ২০১৯ at ১৯:৪২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/কেএ