দুর্নীতিবিরোধী অভিযানে র‍্যাব সহযোগী প্রতিষ্ঠান লিড নয় -বেনজীর আহমেদ

এবারের নির্বাচনে সরকার প্রধানের যে ইশতেহার রয়েছে সেখানে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হয়েছে। তবে দুর্নীতিবিরোধী অভিযানের মেইন লিড কিন্তু আমরা নই, র‍্যাব সহযোগী প্রতিষ্ঠান।

শুক্রবার (৪ অক্টোবর) বনানীর পূজামণ্ডপের নিরাপত্তা ঘুরে দেখা শেষে দুর্নীতিবাজ হিসেবে কাদের তালিকা পাওয়া গেছে ও যুবলীগ নেতা সম্রাটের বিষয়ে কি হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

ডিজি বলেন, এখন পর্যন্ত র‍্যাব যা দায়িত্ব পালন করেছে তা সরকারপ্রধানের নির্দেশে করেছে। তাই সমস্ত কৃতিত্ব প্রধানমন্ত্রীর।

আরো পড়ুন:
ফেন্সিডিলসহ আটক- ৪
দলে অনুপ্রবেশকারী ও অপকর্মকারীদের তালিকা প্রধানমন্ত্রী হাতে

আর আমরা এখনো সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করছি। কিন্তু সামগ্রিক দুর্নীতিবিরোধী অভিযানে অনেক এজেন্সি জড়িত। সে ক্ষেত্রে বলতে পারি চলমান অভিজানে র‍্যাব লিড এজেন্সি নয়। তবে যার যে দায়িত্ব আছে সমন্বয় করে অন্যদের সংগে আমরা মিলেমিশে কাজ করব।

তিনি আরো বলেন, তবে বলতে পারি সরকারপ্রধান যে সুদুরপ্রসারী উদ্যোগ নিয়েছেন তার সুফল আমরা দেখতে পারবো সর্বক্ষেত্রে। আমাদের দেশের পরবর্তী সামাজিক, রাজনৈতিকসহ অনেক ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও সাহসী উদ্যোগের প্রতিফলন ঘটবে। দেশবাসী চমৎকৃত হবে। প্রজন্মের পর প্রজন্ম এর প্রতিফলন ভোগ করবে। এর জন্য অধৈর্য হবার কোন কারণ নেই।

এছাড়াও তিনি বলেন, এবারের পূজোয়ও পর্যাপ্ত নিরাত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। শংকার কোন কারণ নেই।

অক্টোবর ০৪, ২০১৯ at ১৬:০২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম