চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা-গাইদঘাট রুটের বনানিপাড়া রেলগেটের অদূরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন মণ্ডল ওরফে আলা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন সদর উপজেলার গাইদঘাট গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা।

আরও পড়ুন:
দূর্গাপূজার কারণে বেনাপোল পেট্রাপোলে বন্দরে ৪ দিন আমদানী-রফতানি বন্ধ
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ নিহত ২

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আলাউদ্দিন চুয়াডাঙ্গা শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে চুয়াডাঙ্গা-গাইদঘাট রুটের বনানিপাড়া রেলগেটের অদূরে পৌঁছান। এ সময় খুলনা থেকে গোয়ালন্দের উদ্দেশে ছেড়ে আসা নকশীকাঁথা মেইল ট্রেন ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ উপপরিদর্শক জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আলাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

অক্টোবর ০৪, ২০১৯ at ১২:২০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ