ডেঙ্গু আক্রান্ত কলেজছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইমরান আহমেদ (২৫) নামে আরেক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর কয়েকদিন আগে ইমরান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন।

জানা গেছে, দৌলতপুর মডেল কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ইমরান আহমেদ গত পাঁচদিন আগে জ্বর আক্রান্ত হন। তাকে পার্শ্ববর্তী মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার রক্ত পরীক্ষা করা হলে শরীরে ডেঙ্গু ধরা পড়ে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইমরানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

ইমরান আহমেদ গত কয়েকদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় বুধবার রাতে তাকে রাজধানী ঢাকার নিউরো সাইন্স হসপিটালে ভর্তি করা হয়। ওই হসপিটালে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি মারা যান।

আরো পড়ুন:
ভারতের কাছ থেকে বাংলাদেশের প্রাপ্তি
রাণীশংকৈলে পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কলেজছাত্র ইমরান আহমেদ দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের হৃদয়পুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। এ নিয়ে দৌলতপুর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত দুই কলেজছাত্রসহ তিন জনের মৃত্যু হলো। তাদের মধ্যে দুজনের বাড়ি একই গ্রামে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর তারেক রহমান (২২) নামে অপর এক কলেজছাত্রের মৃত্যু হয়। উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের শ্যামনগর গ্রামের কৃষক মহির উদ্দিনের ছেলে তারেক রহমান খলিসাকুণ্ডি ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত ৩ সেপ্টেম্বর একই গ্রামের আসাদুজ্জামান মণ্ডলের স্ত্রী জোসনা খাতুন (৫৫) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে গত ২৬ আগস্ট সর্বপ্রথম একযোগে ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। আকস্মিকভাবে এতজন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ওই গ্রামের ৪২ জন আক্রান্ত হওয়া ছাড়াও এ উপজেলার বিভিন্ন এলাকায় নানা বয়সী শতাধিক মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়।

অক্টোবর ০৩, ২০১৯ at ২৩:৫১:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এএএম