আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ২০৫টি মন্ডপে জেলা পরিষদের চেক প্রদান

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজশাহীতে ২০৫টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা দিয়েছে জেলা পরিষদ। আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে নিজের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার মন্ডপ কমিটির সভাপতিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।

আরও পড়ুন:
ফোনালাপ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত চান রাবি উপউপাচার্য
গবাদিপশু আর নিজেদের আশ্রয় নিয়ে মহাবিপাকে বানভাসিরা

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রতিবছরই দূর্গাপূজার সময় মন্ডপগুলোকে আর্থিক সহায়তা করা হয়। এবারও জেলা ও মহানগর এলাকার ২০৫টি মন্ডপে আর্থিক সহায়তা দেওয়া হলো। আগামীতেও এই সহায়তা দেয়া হবে বলেও উল্লেখ করেন চেয়ারম্যান।

অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য আবুল ফজল প্রামানিক, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য জয়জয়ন্তী সরকার মালতি প্রমুখ।

অক্টোবর ০৩, ২০১৯ at ২১:৫০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ