ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বগি

রংপুরের কাউনিয়া রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করার সময় সজোরে যাত্রীবাহী বগিতে ধাক্কা দেয়ার ঘটনায় একজনের মৃত্যু। বৃহস্পতিবার (৩অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো অন্তত ২০জন আহত হয়েছেন বলে রংপুরের স্টেশনমাস্টার সারওয়ার আলম জানিয়েছেন।

তিনি বলেন, সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল কাউনিয়ায় আসার পর ইঞ্জিন পরিবর্তন করতে হয়। ইঞ্জিন পরিবর্তনের সময় অতিরিক্ত গতির কারণে ট্রেনের ১ ও ২ নং বগির মাঝের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে আপেল মাহমুদ (২০) নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে রংপুর ও কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আরো পড়ুন:
পাক জঙ্গিদের হামলার আশঙ্কা ভারতের উত্তর প্রদেশে
মুক্তি চান না দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া !

রংপুর ফায়ার সার্ভিস সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা খুরশীদ আলম বলেন, তারা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে। আহত প্রায় ২০ জনকে আশেপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে রেলের রেসকিউ ভ্যান ঘটনাস্থলে পাঠান হয়েছে বলে রেলসূত্রে জানা গেছে।

এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও জানিয়েছে রেলমন্ত্রণালয়।

অক্টোবর ০৩, ২০১৯ at ১৯:৩২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম