কমিউনিটি ক্লিনিকে সিএসজি গ্রুপের ১দিনের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সদস্যদের নিয়ে ক্লিনিক পরিচালনা সম্পর্কিত ১ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল ১০টার সময় উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর আয়োজনে জাইকার সহযোগিতায় ধোপাখালী কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সদস্যদের নিয়ে ক্লিনিক পরিচালনা সম্পর্কিত ১দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পূূর্ণ হয়েছে।

অনুষ্ঠানে মনোহরপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান রিপন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন।

আরও পড়ুন:
পাক জঙ্গিদের হামলার আশঙ্কা ভারতের উত্তর প্রদেশে
মুক্তি চান না দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া !

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ রফিকুল ইসলাম, সিএইচসিপি আজিজুর রহমান, স্বাস্থ্য সহকারী রহিমা খাতুন, পরিবার পরিকল্পনা সহকারী তাসলিমা খাতুন প্রমূখ । প্রশিক্ষণ কোর্সে ধোপাখালী কমিউনিটি ক্লিনিকের পরিচালনায় সাপোর্ট গ্রুপের ৫১ জন সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আলোচ্য ধোপাখালী কমিউনিটি ক্লিনিক সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট মনোহরপুর ইউপি চেয়ারম্যান সিএসজি গ্রুপের সদস্যদের অনুরোধে ক্লিনিকে একটি নেবুলাইজ ম্যাশিং, ডেলিভারি টেবিল ও কমিউনিটি ক্লিনিকের প্রাচীর নির্মাণের অঙ্গীকার করেন।

অক্টোবর ০৩, ২০১৯ at ১৯:২৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ