যুক্তরাষ্ট্রে বোমারু প্লেন ভেঙে পড়ায় নিহত ৭

যুক্তরাষ্ট্রে কানেক্টিকাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে।  বিমানটি দুঘর্টনায় অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। নিহতরা সকলেই বিমানকর্মী ও যাত্রী বলে জানা গেছে।

জানা গেছে, বোয়িং বি-১৭ নামের বোমারু বিমানটি ব্র্যাডলে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় আছড়ে পড়ে।

এই দুর্ঘটনায় সাত যাত্রীর মৃত্যু ছাড়াও আহত হয়েছেন ৯ জন। এদের মধ্যে তিনজন তখন ল্যান্ডিং সাইটে ছিলেন। মাটিতে আছড়ে পড়েই আগুন ধরে যায় বিমানটিতে। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির ইঞ্জিনে গোলমাল দেখা দেয় বলে জানান পাইলট। এমার্জেন্সি ল্যান্ডিং-এর আবেদনও জানান তিনি।

আরো পড়ুন:
মোটরসাইকেলসহ পুকুরে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
কচাকাটার প্রধান সড়কে মাছ চাষের সাইনবোর্ড

কলিংস ফাউন্ডেশন নামে ক্যাটারিং সংস্থা বোয়িং বি-১৭ এয়ারক্র্যাফটটি পর্যটনের কাজে ব্যবহার করে। ভিনটেজ প্লেনে সফর করতে ইচ্ছুক পর্যটকদের পরিবহনের ব্যবস্থা করে এই সংস্থা।

এই বোমারু বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও জাপানের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল। দুর্ঘটনার সময় বিমানে ছিলেন ১০ জন যাত্রী ও তিনজন বিমানকর্মী।

অক্টোবর ০৩, ২০১৯ at ১৩:২৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কাক/এএএম