এমপি ইসমাত আরা ও আ‘লীগের সভাপতি সম্পাদকের বিরোধের অবসান

যশোরের কেশবপুরের এমপি ইসমাত আরা সাদেকের সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে।

সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন-সহ যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার-সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত বিরোধের অবসান হয়েছে।

শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এস এম কামাল বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ অনেক শক্তিশালী। দলের মধ্যে কোনা বিভাজন রাখা যাবে না।

সকল ভেদাভেদ ভুলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, কার্যনির্বাহী সদস্য ইসমাত আরা সাদেক এমপি ও যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।

আরো পড়ুন:
ইমরান খানের ফোন শেখ হাসিনাকে
সরকার জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করতে চায়

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার প্রমুখ।

বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খয়রাত হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, সদস্য প্রকৌশলী হাসান আলমগীর, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।

অক্টোবর ০২, ২০১৯ at ২১:৩০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এএএম