প্যারোল নয় জামিন চান খালেদা জিয়া

প্যারোল নয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন চান বলে জানিয়েছেন বিএনপির সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ।

বুধবার (১ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের পর গোলাম মোহাম্মদ সিরাজ সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, খালেদা জিয়া মনে করেন জামিন তার রাজনৈতিক অধিকার। আর তাই জামিন পেলে তার প্রথম অগ্রাধিকারই হবে চিকিৎসা। চিকিৎসার সুযোগ পেলে তিনি বিদেশ যাবেন।

আরও পড়ুন :
হৃদরোগ নিরাময়ে হোমিও সমাধান
নিশ্চিত হার থেকে বেঁচে গেলো রিয়াল

তিনি আরও বলেন, খালেদা জিয়া যেসব অসুস্থতায় আক্রান্ত, সেগুলোর জন্য বিদেশের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া প্রয়োজন। তার যেসব অসুস্থতা, সেগুলোর বিশেষায়িত চিকিৎসা বাংলাদেশে নেই।

তাই সরকারের প্রতি আহ্বান জানাব, সত্যিকার অর্থেই জামিন পাওয়ার নৈতিক অধিকার তার রয়েছে। এই জামিনের অধিকার থেকে তাকে যেন বঞ্চিত করা না হয়।

বুধবার (১ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাত করতে যান ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান জাহিদ।

বগুড়া-৬ আসনের সাংসদ জিএম সিরাজ, বগুড়া-৮ আসনের সাংসদ মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।

অক্টোবর ০২, ২০১৯ at ১৭:১০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/আজা