সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

চুয়াডাঙ্গা জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকা থেকে পৃথক কয়েকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫’শ ৫০ বোতল ফেনসিডিল ও বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

খালিশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন মোঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনস্ত বিওপির সদস্যরা পৃথক পৃথক অভিযানে জীবননগর উপজেলার শিংনগর হালদারপাড়া মাঠের মধ্যে হতে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

ধোপাখালী বিওপি মাধবখালী গ্রামের কলা বাগানের মধ্যে হতে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল মদ, যাদবপুর বিওপি মহেশপুর উপজেলার গোপালপুর মাঠের মধ্যে হতে মালিকবিহীন অবস্থায় ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

আরো পড়ুন:
যবিপ্রবির এপিপিটি বিভাগের ডিগ্রি পরিবর্তন, শিক্ষার্থীদের উল্লাস
ইবি ছাত্রমৈত্রীর নতুন কমিটির সভাপতি রউফ, সম্পাদক পাপ্পু

উথলী বিশেষ ক্যাম্প উথলী ক্যাম্পের সামনে বাস তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ১’শ২৬ বোতল ফেন্সিডিল  জীবননগর বিশেষ ক্যাম্প জীবননগর ক্যাম্পের সামনে বাস তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৩২ বোতল ফেন্সিডিল আটক করে।

সর্বমোট ৫৫০ বোতল ফেন্সিডিল এবং ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।

তিনি আরো জানান, আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সর্বমোট মূল্য ২,৭৫,৫০০/- (দুই লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত) টাকা।

অক্টোবর ০১, ২০১৯ at ২১:১২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতার/এএএম