হাসপাতালগুলোতে সাপে কাটা রোগীর জন্য ইনজেকশন রাখার দাবীতে মানববন্ধন

ঝিনাইদহের হাসপাতালগুলোতে বিষধর সাপে কাটা রোগীদের চিকিৎসায় এন্টিভেনম ইনজেকশন রাখার দাবীতে এবার মাঠে নেমেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে “বিষধর সাঁপের ছোবলে, পড়তে চাইনা মৃত্যুর কবলে” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে জেলার শৈলকুপা উপজেলায় মানববন্ধন কর্মসুচি পালন করেন তারা।

শৈলকুপা উপজেলা শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে শৈলকুপা উপজেলা ক্রীড়া সংস্থা। মানববন্ধনে খেলোয়াড়, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

আরও পড়ুন:
ভুটিয়ারগাতি বাইপাস থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ইবিতে বঙ্গবন্ধুর স্মরণে ‘জ্যোতির্মান’ স্মরণিকার মোড়ক উন্মোচন

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, যুগ্ম সম্পাদক সাধন বিশ্বাস, গোলাম সরোয়ার, সদস্য মিজানুর রহমান, স্বপন বিশ্বাস ও উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক স্বপন বাগচিসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, এক মাসে এ উপজেলায় বিষধর সাঁপের ছোবলে অন্তত ৭ জন রোগী মারা গেছেন। ঝিনাইদহ জেলার হাসপাতালগুলোতে এন্টিভেনম না থাকায় বিনা চিকিৎসায় রোগীদের মৃত্যু হচ্ছে। তারা অবিলম্বে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার সকল হাসপাতালে এন্টিভেনম ইনজেকশন রাখার দাবী জানান।

অক্টোবর ০১, ২০১৯ at ১৯:২০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/কেএ