কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ৫ জনের কারাদন্ড

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী। বিয়ের প্রস্তুতি গ্রহণ করায় ভ্রাম্যমান আদালত বরপক্ষ ও মেয়ের খালাসহ ৫ জনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছেন।

ভ্রম্যমান আদালত সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার মশিহাটী গ্রামের নরেন দাসের মেয়ে নবম শ্রেণির ছাত্রী জবা দাসকে রবিবার দুপুরে খালা রূপবান দাসের বাড়িতে এনে তার অভিভাবকরা বিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়।

আরও পড়ুন :
কেশবপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন উপলক্ষে যবিপ্রবিতে গাছের চারা বিতরণ

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানূর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে।

সাতক্ষীরা জেলার আলীপুর গ্রামের রবিন দাসের ছেলে রথিন্দ্র দাস (২৪), তালা উপজেলার আমান উল্যপুর গ্রামের চেনি দাসের ছেলে ইমন দাস (২৪), কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের মৃত ঠাকুর দাসের ছেলে মাধব দাস (৪৫), কালিয়ারই গ্রামের রামপদ দাসের ছেলে নয়ন দাস (৪০) ও মেয়ের খালা আলতাপোল গ্রামের নিরোধ দাসের স্ত্রী রূপবান দাসকে (৫০) ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত ।

সেপ্টেম্বর ৩০, ২০১৯ at ১৯:২৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/আজা