ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

মধুখালী উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে এবার সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় বড় উৎসব পালনে মোট ১৪৬টি মন্ডপে প্রতীমা তৈরীর কাজ শেষ। এখন মন্দিরে মন্দিরে সাজসজ্জা আর রং তুলির কাজ নিয়ে ব্যস্ত ভাস্কর্য শিল্পীরা (মৃৎ শিল্পী)। পূজা উপলক্ষে বাজারেও কেনাকাটার ধুম পড়েছে বেশ।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার জানান, শান্তিপূর্ণ ভাবে দূর্গাপূজা উৎসব পালনে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন। এ ছাড়া সরকারি ভাবে প্রতি মন্দিরে ৫০০ কেজি চাউল বরাদ্ধ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:
পুলিশের হাতে কামড় দিয়ে মাদক ব্যবসায়ীর পালানোর চেষ্টা!
জয়পুরহাটে অভিভাবকদের নিয়ে গণ সমাবেশ অনুষ্ঠিত

পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায় জানান, এ বছর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে মেগচামীতে ২৫টি, রায়পুরে ১৬টি, গাজনায় ১৬টি, কোড়কদী ১৫টি, নওপাড়ায় ১২টি, ডুমাইনে ১১টি, বাগাটে ১১টি, কামারখালী ১০টি, আড়পাড়াতে ৮টি, জাহাপুরে ৬টি, কামালদিয়ায় ৫টি এবং পৌরসভাতে ১১টিসহ মোট ১৪৬টি মন্দিরে দূর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে।

সেপ্টেম্বর ৩০, ২০১৯ at ১৯:১৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এস/কেএ