শিবগঞ্জের পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিস ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের সোনারপাড়ার ডিস ব্যবসায়ী ছাইফুলের বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মারপিটের অভিযোগে বগুড়া ডিসি অফিসসহ শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের।

জানা যায়, ১৫ অক্টোবর বেলা ১২ ঘটিকায় শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ী আশ্রায়ন প্রকল্পের আওতাঁয় গুচ্ছগ্রামের জসমতের ছেলে জাহিদুলের কাছে ডিস লাইনের বকেয়া টাকা চাইতে গেলে উভয় পক্ষের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ডিসের টাকা আদায়কারী তরিকুলের কাছে থাকা মটরসাইকেল ও নগদ ৫ হাজার টাকা জাহিদুলগংরা কেড়ে নেয়। খবর পেয়ে ডিস মালিক ছাইফুল ঘটনাস্থলে ছুটে গিয়ে মটরসাইকেল উদ্ধার করে নিয়ে আসার সময় হাতাহাতি হয়। কিন্তু এ ঘটনায় কেউ আহত হয়নি। উল্টো এব্যাপারে জাহিদুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে এবং জাহিদুল ইসলাম প্রতিপক্ষকে ফাসানোর জন্য অহেতুক শিবগঞ্জ হাসপাতালে ভর্তি হয়।

জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, আমার ডিসের বিল পরিশোধ থাকার পরেও আমাকে মারপিট করে। কিন্ত সরেজমিনে শিবগঞ্জ হাসপাতালে গেলে তার শরীরে কোন ক্ষত’র চিহ্ন পাওয়া। যায়নি। ডিসবিলের সিলিপে দেখা যায় জাহিদুলের কিছু ডিস বিল বকেয়া রয়েছে।

এব্যাপারে ডিস ব্যবসায়ী ছাইফুল ইসলাম বলেন, আমার ডিস ম্যান টাকা চাইতে গেলে কিছু কুচক্রীমহল গুচ্ছগ্রামের লোকজনকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আমি উক্ত ঘটনার প্রশাসনের কাছে সুষ্ঠ সমাধান চাই। মারপিটের ঘটনায় শিবগঞ্জ থানার এসআই আবু সাইদ বলেন আমি অভিযোগের ভিত্তিতে উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেছি।

হাতাহাতির ঘটনা সঠিক কিন্তু গুচ্ছগ্রামবাসীকে থানায় আসতে বললে তারা থানায় সমাধানের জন্য বসেনি। শুনেছি গুচ্ছগ্রামবাসী জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেছে। তবে এলাকার সচেতন মহল মনে করছে এলাকার কিছু নামধারী সুবিধাভোগী ব্যক্তি ফায়দা হাসিলের জন্য এর পিছনে কাজ করছে। তুচ্ছ ঘটনাকে অতি রঞ্জিত করে উপস্থাপন করছে গুচ্ছগ্রামবাসী। তবে উচিত হবে উভয়পক্ষ বসে বিষয়টি সমাধান করা।