পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনার ৭৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টম্বর) সকালে উপজেলার থানাব্রিজস্থ দলীয় কার্যালয় থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।
বেলা ১১টায় সুসজ্জিত ব্যান্ডদলের মিউজিকের তালে তালে ‘শুভ শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন’-শ্লোগানে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা আ’লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার, মজিবুর রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ফোরকান আলী মৃধা, সৈয়দ শাহআলম, রাজা তসলিম, উপজেলা কৃষক লীগের সভাপতি মো: হুমায়ুন কবির মৃধা, জাতীয় শ্রমিকলীগের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো: ইউনুচ আলী মৃধা, সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম হাওলাদার, ছাত্রলীগের সাবেক সভাপতি মো: সফিকুল ইসলাম খান প্রমুখ বক্তৃতা করেন।
পরে দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনের কেক কাটা হয়।