সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে আনন্দ মিছিল ও বৃক্ষরোপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে আনন্দ মিছিল ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।

শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন নেতৃত্ব
জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গন থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক সমুহ প্রদিক্ষণ করেন।
এসময় জেলা ছাত্রলীগের সহ সভাপতি লিখন আহমদ, আবু সাইদ আপন, কাউসার আহমদ, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, রাহাত আহমদ, ছাত্রলীগ নেতা মনসুর আহমদ, লায়েছসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ছাত্রলীগ নেতৃবৃন্দ সুনামগঞ্জ সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সাংসদ মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসে রতন,পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের মহিলা সাংসদ অ্যাড. শামীমা শাহরিয়ারসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ-হাসিনার জন্মদিন উপলক্ষে তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজ ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বৃক্ষরোপন কর্মসূচিতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে কর্মসূচিতে অংশগ্রহন করেন বাদাঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ও বাদাঘাট ইউনিয়ন আ’লীগের আহবায়ক জুনাব আলী, প্রভাষক ফরিদ উদ্দিন, প্রভাষক মোশাররফ আহমেদ, বাদাঘাট ইউনিয়ন আ’লীগের সাবেক সাঃ সম্পাদক আব্দুস সাহীদ তালুকদার। বৃক্ষরোপন কর্মসূচিতে বাদাঘাট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তারেক আল মামুনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিল, সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী মিলন মিয়া, শাহারিয়ার হাসান, তুষার আহমেদ, আবু হানিফ, ইসলাম উদ্দিন, আমির হোসেন, তামজিদ আহমেদ মিজু প্রমূখ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বৃক্ষ রোপন কর্মসুচি পালন করা হয়েছে।