লক্ষ্মীপুরের রায়পুরে চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকা থেকে ৭ শ ২০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী টিটু হাওলাদার (৪০) ও তারই খালাতো ভাই কাউসার হোসেনকে (২৫) ২১ পিস বিয়ার ক্যানসহ আটক করছে রায়পুর থানা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে উভয়কে আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়, টিটু হাওলাদার ১নং চর আবাবিল গ্রামের হাওলাদার বাড়ির মোয়াজ্জেম হাওলাদারের ছেলে এবং কাউছার শরিয়তপুর জেলার ঘোঁষাইরহাট থানার জালালপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও বিয়ার ক্যানসহ তাদেরকে আটক করা হয়। এছাড়াও টিটু হাওলাদারের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া বলেন, আসামিদেরকে আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।