জীবননগরে ৫৮ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ৫৭ বোতল ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল আটক হয়েছে। আটক পুলিশ কনস্টেবল খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্য।
৫৮ বিজিবি’র খালিশপুর ব্যাটালিয়ন থেকে প্রাপ্ত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার শিংনগর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এ সময় শিংনগর গ্রামের মৃত ওয়াছেদ আলীর ছেলে রফিকুল ইসলামের (৫০) বাড়ি তল্লাশি করে ৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ‘পুলিশ’ স্টিকার লাগানো একটি এ্যাপাসী মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক রফিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্য খায়রুল ইসলাম (৩৬) কে আটক করা হয়।
আরো পড়ুন:
ক্যাসিনো মামলার অভিযুক্তদের দেশ ত্যাগে বেনাপোলে সতর্কতা জারি
আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিরোধ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ
বিজিবি’র জিজ্ঞাসাবাদে খায়রুল জানায়, সে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। গতরাতে ডিউটি শেষ করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মোটরসাইকেলযোগে ফেনসিডিল সংগ্রহের জন্য শিংনগর গ্রামে আসে। পুলিশ কনস্টেবল মো. খায়রুল ইসলাম মেহেরপুর জেলা শহরের ঈদগাহ পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
এ ব্যাপারে আটক আসামীদ্বয়কে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
সেপ্টেম্বর ২৮, ২০১৯ at ১৪:০৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কাক/এএএম