গাঁজা, মোটরসাইকেল ও তিনটি মোবাইলসহ আটক ৩

দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১০গ্রাম গাঁজা, একটি এ্যাপাসি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোনসহ ৩ জন কে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলো দামুড়হুদার উপজেলা সদরের দশমীপাড়ার অনোয়ার হোসেন বাবুর ছেলে শাওন (২০) ,নতুন হাউলি গ্রামের ইকরামুল হোসেনের ছেলে হানিফ মল্লিক(১৮) ও ফকিরপাড়া গ্রামের তুহিন আলির ছেলে মুন্না হোসেন (১৮)।

শুক্রবার বিকালে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের তিন রাস্তার মোড় থেকে এদেরকে আটক করা হয়।

আরো পড়ুন:
নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদি
সাপের কামড়ে নিহত-১

শুক্রবার বিকালে মুন্সিপুর সীমান্তবর্তী এলাকা থেকে ১৫০সিসি এ্যাপাসি মোটরসাইকে যোগে ৩জন কার্পাসডাঙ্গা দিকে আসার পথে মুন্সিপুর তিন রাস্তার মোড় নামক স্থানে পৌছালে বিজিবি তাদের গতিরোধ করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১০গ্রাম গাঁজা উদ্ধার করে।

শুক্রবার সন্ধায় আটককৃত হানিফ মল্লিক, শাওন ও মুন্নাকে মামলাসহ দামুড়হুদা মডেল থানায় স্থানান্তর করা হয়েছে।

সেপ্টেম্বর ২৮, ২০১৯ at ১২:১৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতার/এএএম