নাটোরের লালপুরে বিষধর সাপের কামড়ে গোলাপ হোসেন (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত গোলাপ উপজেলার হাসেমপুর গ্রামের মৃত রহমানের ছেলে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাসেমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জানাগেছে, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গোলাপ হোসেন কে বিষধর সাপ দংশন করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝাঁড়ফুক দেয়। পরে তার অবস্থা অবনতি হলে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়ে।রাজশাহী যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
এব্যাপারে আড়বাব ইউপি চেয়ারম্যাান গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সেপ্টেম্বর ২৮, ২০১৯ at ১১:০৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এএএম