কালিগুটা হাওরে ট্রলার ডুবিতে ১০জন নিহত

সুনামগঞ্জের কালিগুটা হাওরে ট্রলার ডুবিতে ১০জন নিহতের ঘটনার পর শুক্রবার (২৭,০৯,১৯) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের নিহতদের বাড়িতে যান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

তিনি নৌ-দূর্ঘটনায় নিহতদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। এ সময়ে জেলা প্রশাসক নৌ দূর্ঘটনা এড়ানোর জন্য সকল নৌকায় লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

হাওরে দূর্যোগকালীন সময়ে আশ্রয় গ্রহণের জন্য টাওয়ার বজ্র নিরোধক দন্ড স্থাপন এবং নৌ দূর্ঘটনা এড়ানোর জন্য সকলের সচেতনতা জন্য অনুরোধ করেন।

এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রত্যোক পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ২লাখ টাকা অনুদান দেয়। পরে নিহতদের পরিবারের মধ্যে শুকনা খাবারসহ নগদ সরকারি সহায়তা প্রদান করেন।

দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বজিত দেব, জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ ফরিদুল হক, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আবু হানিফা তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজুয়ান হুসেন খানসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :
রায়পুরে ইউনিয়ন আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উপজলা পরিষদ নির্বাচন: কোটচাঁদপুরে আ. লীগ প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

পরে তিনি রফিনগর ইউনিয়নের বাংলাবাজার জামে মসজিদে নৌ-দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

তিনি মসজিদে উপস্থিত মুসশ্লিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, বাল্য বিবাহ নিরোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

এব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ র্বাতা ২৪কে জানান, দিরাই কালিগুটা হাওরে নৌ দূর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় তাদের একটি করে ঘর নির্মাণে করে দেয়া হবে বলে জানান তিনি।

সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে নগদ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নস্থিত কালিয়াকুটা হাওরে ২৪ সেপ্টেম্বর রাতে ৩১ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা কালিয়াকুটা হাওরের আইনুল বিলের পাশে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

নৌকা ডুবির ঘটনায় ২১ (একুশ) জন আরোহীকে জীবিত উদ্ধার করা হয় এবং ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ৭ জন শিশু এবং ৩ জন মহিলা রয়েছেন।

সেপ্টেম্বর ২৭, ২০১৯ at ২২:০১:১৮(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/জাএভূ/আজা