বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা

পটুয়াখালীতে বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়েছে। সকালে কুয়াকাটা হোটেল ওয়ানার্স এসোসিয়েশনের ব্যানারে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় একটি র‌্যালী বের হয়।

র‌্যালীটি কুয়াকাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পর্যটন ইয়ুথ কমপ্লেক্স মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন :
জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১ জনকে কুপিয়ে হত্যা, জখম ৮
ডাবের পানি যেসব রোগ সারাবে শিশুর

এছাড়া পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট নুরুল হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কাজী আলমগীর, পৌর মেয়র মহিউদ্দীন আহমেদ, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন। পরে জেলা শিল্পকলা একাডেমির সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সেপ্টেম্বর ২৭, ২০১৯ at ১৯:২৩:১৮(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/এসচ/আজা