ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদকসহ ১৫ মামলার আসামি আব্দুল করিম (৪৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নলকাকরা এলাকায় বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম তারাকান্দা নলকাকরা গ্রামের আক্কাস আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, তারাকান্দা উপজেলার নলকাকরা এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে।
এমন খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে আব্দুল করিম নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে পুলিশের এক সদস্য আহত হন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আব্দুল করিমের বিরুদ্ধে মাদকসহ ১৫টি মামলা রয়েছে।
সেপ্টেম্বর ২৭, ২০১৯ at ১২:০১:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ইফা/আজা