ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় রাবি প্রাধ্যক্ষের কক্ষে তালা!

যৌন হয়রানির ঘটনাসহ নানা অনিয়মের অভিযোগ এনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ প্রফেসর. বিথীকা বণিকের অফিসকক্ষে তালা লাগিয়ে দিয়েছে হলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পদত্যাগ দাবি জানিয়ে রুমে তালা ঝুলিয়ে দেয়।

এবিষয়ে শিক্ষার্থীরা বলেন, যৌন হয়রানি ঘটনাটি যেহেতু তাঁর বাসায় ঘটেছে এবং নিপীড়নকারী তার ভাই। ঘটনার পরবর্তী সময়েও ঘটনাটি অস্বীকার করে। শিক্ষার্থীকে নিয়ে অকথ্য ভাষায় কথাবার্তা বলে মিথ্যাচার করেছেন। যেহেতু তিনি একজন শিক্ষার্থীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তাহলে আবাসিক হলে এতগুলো শিক্ষার্থী নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন?

আরও পড়ুন:
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
৮ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রাধ্যক্ষ নিজের ইচ্ছেমত সিট বন্টন করেন। নিজের এলাকার শিক্ষার্থীদের বেশী অগ্রাধিকার দিয়ে থাকেন। শিক্ষার্থীদের পোশাক নিয়ে কথা বলা পাশাপাশি খারাপ আচরণের অভিযোগও আনেন তাঁরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে প্রশাসন সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

সেপ্টেম্বর ২৬, ২০১৯ at ২১:১৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএস/কেএ