যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান জিল্লুর রহমান মিন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ছয় বছর পার হলেও মিন্টু হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, মিন্টু ছিলেন একজন সৎ ও যোগ্য রাজনীতিবিদ।
তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই প্রতিপক্ষ তাকে দিবালোকে হত্যা করে। বক্তারা মিন্টু হত্যার দ্রুত বিচার দাবি করে বলেন হত্যাকারীদের মদতদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে।
মিন্টু স্মৃতি চারনকরে বক্তৃতাকালে বেশিরভাগ বক্তাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। মিন্টু হত্যায় চৌগাছা উপজেলা আওয়ামী লীগের বর্তশান সভাপতি এসএম হাবিব ও সাবেক সহ-সভাপতি আব্দুস সাত্তারের প্রত্যক্ষ মদদে হয়েছে বলে কয়েকজন বক্তা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।
প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে নেতারা জানতে চান, মিন্টু খুনের প্রধান আসামী,১৭ বছর সাজাপ্রাপ্ত দুটি হত্যাসহ ১১টি মামলার পলাতক আসামী পেশাদার খুনি শামীম কবির কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়।
আরও পড়ুন :
ইলিশ প্রজনন মৌসুমে জেলেরা এবার খাদ্যশস্য পাচ্ছেন!
জমির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক হুমায়ূন কবীর সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাজান কবীর, জিল্লুর রহমান মিন্টুর চাচা বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক অধ্যাপক মিজানুর রহমান মধু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবু সেলিম রানা।
উপস্তিথ ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূর-ই আলম সিদ্দিকী মিলন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ফিরোজ খান, চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহব্বায়ক দেবাশীষ মিশ্র জয়, চৌগাছা পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য নূর উদ্দিন আল মামুন হিমেল, যশোর সরকারি এমএম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, জেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন জুম্মন, চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাংবাদিক এবি সিদ্দিক মন্টু, উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য মাস্টার ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ হোসেন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা যুবমহিলা লীগের সহ-সভাপতি রিপা খাতুন, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, পৌরকাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহব্বায়ক আতিয়ার রহমান, কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আশাদুল ইসলাম, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুর রহমান টিয়ে, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল কাদের, স্বরূপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম রিংকু, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন বকুল, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শফিক হায়দার লাভলু, উপজেলা কৃষকলীগের সম্পাদক মনিরুজ্জামান মনিসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগ, যুবমহিলালীগের নেতৃবৃন্দ।
হাফেজ আবু সাঈদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে আলোচনা সভায় প্রথমে জিল্লুর রহমান মিন্টুর স্মরণে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর কওমী মাদরাসার ছাত্রদের মধ্যে ২০টি কোরআন শরীফ বিতরণ করেন অতিথিরা।
২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর ইউনিয়ন চেয়ারম্যান থাকাকালে সিংহঝুলি শহীদ মসিয়ূর রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে দুপুরের খাবার শেষে বিদ্যালয়ের অফিসের সম্মুখে নামার সাথে সাথে তিনটি মোটরসাইকেলে আগত সন্ত্রাসীরা উপর্যপূরি গুলি বর্ষণ করে প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করে।
বর্তমানে জিল্লুর রহমান মিন্টু হত্যা মামলাটি বিচারাধীন রয়েছে। এরইমধ্যে মামলার এক আসামীর পালাতক অবস্থায় মৃত্যু হয়েছে।
সেপ্টেম্বর ২৬, ২০১৯ at ১৮:৫২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জিআর/আজা