মারা গেলেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট জ্যাক

সাবেক ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক বৃহস্পতিবার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার পরিবারের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন তথ্য দিয়েছে।

জ্যাক র‌্যনে শিরাক ১৯৩২ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি প্রথমবার ১৯৯৫ সালে এবং দ্বিতীয়বার ২০০২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আরও পড়ুন :
স্বর্ণ কিশোর-কিশোরী সমাবেশ অনুষ্ঠিত
প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিকেও মিডডে মিল

জ্যাক শিরাক পড়াশোনা শেষ করে একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপরই তিনি রাজনীতিতে যোগ দেন এবং পরবর্তী সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আসীন হন।

এছাড়াও তিনি ফ্রান্সের কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্যারিসের মেয়র ও সবশেষ ফরাসি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

তার শ্যালক ফ্রেডেরিক সালাট-ব্যারোও বলেন, প্রেসিডেন্ট জ্যাক শিরাক আজ সকালে মারা গেছেন। এসময় তার পরিবার সদস্যরা তার পাশে ছিলেন।

সেপ্টেম্বর ২৬, ২০১৯ at ১৬:৩২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/যুন/আজা