খেলা নিয়ে বিরোধে চুরিকাঘাতে যুবক খুন

ফুটবল খেলা নিয়ে বিরোধে ফেনীর সোনাগাজীতে জিয়াউল হক শাকিল (২২) নামে এক যুবককে চুরিকাঘাতে খুন করেছে প্রতিপক্ষ।

সে উপজেলার তুলাতুলি গ্রামের বাস চালক নুরুল হকের ছেলে এবং পরিবহন শ্রমিক।

এলাকাবাসি জানায়, বুধবার বিকেলে নজরুল প্রাইমারি সংলগ্ন উম্মুক্ত মাঠে ফুটবল খেলায় দু-পক্ষের মধ্যে বাকবিতন্ডার জেরে রাতে শাকিলকে বাড়ী থেকে রাস্তার উপর ডেকে এনে চুরিকাঘাতে হত্যার চেষ্টা করে একই গ্রামের ভুলুমিয়ার ছেলে নিলয় (২৩) ও তার সহযোগীরা।

গুরুতর আহতাবস্থায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের ভাই মো. সুমন জানায়, বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চমেকে চিকিৎসাধিন অবস্থায় শাকিল মৃত্যুবরন করেন।

আরো পড়ুন:
তুরস্ক, পাকিস্তান ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে নতুন টিভি চ্যানেল
পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিস্ট হ্যাভেনের দিনব্যাপী আয়োজন

সে আরও জানায়, নিলয় ও আকাশ নামের দুই সন্ত্রাসী শাকিলের বুকে চুরি দিয়ে মারাত্বকভাবে আঘাত করলে ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, নিলয়কে প্রধান আসামি করে মামলা দিয়েছে নিহতের পিতা নুরুল হক। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সেপ্টেম্বর ২৬, ২০১৯ at ১৩:৩৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম