পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিস্ট হ্যাভেনের দিনব্যাপী আয়োজন

বিশ্ব পর্যটন দিবসে দেশের অন্যতম সেরা ট্রাভেল প্ল্যাটফর্ম ট্যুরিস্ট হ্যাভেন হাতে নিয়েছে দিনব্যাপি কর্মসূচি। এই উপলক্ষ্যে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালী। কর্মসূচি উদ্বোধন করবেন পর্যটন সচিব মোঃ মহিবুল হক।

পরে ১১টায় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘বিশ্ব পর্যটনে সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসমারিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।

মূল প্রবন্ধ পাঠ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান ড. এম বদরুজ্জামান ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে থাকবেন জিটিভি ও সারা বাংলার প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

আরো পড়ুন:
হুন্ডির টাকাসহ আটক-১
র‌্যাবের অভিযান এবার ফু-ওয়াং ক্লাবে

আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ পর্যটন বোর্ডের সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গণি মিয়া বাবুল, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি জয়ন্ত আচার্য্য।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ট্যুরিষ্ট হ্যাভেন বাংলাদেশের চেয়ারম্যান জাহাঙ্গীর খান বাবু।

সেপ্টেম্বর ২৬, ২০১৯ at ১২:৫৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম