যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪ লাখ ৫০ হাজার হুন্ডির টাকাসহ আব্দুল মালেক (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল মালেক বেনাপোল পুটখালী উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদে জানতে পেরে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা মসজিদ বাড়ি পোষ্ট হতে ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি হুন্ডির টাকাসহ আব্দুল মালেককে আটক করা হয় ।
আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
সেপ্টেম্বর ২৬, ২০১৯ at ১২:৪১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমও/এএএম