খবরে বলা হয়, শাহজাহানপুরে তার বাড়ি থেকে গ্রেপ্তারের পর ওই তরুণীকে প্রথমে নিয়ে যাওয়া হয় কোতোয়ালি পুলিশ স্টেশনে। সেখান থেকে এসআইটি দিয়ে তার মেডিকেল পরীক্ষা করানো হয়। এরই মধ্যে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার তিন বন্ধুকে।
এসআইটি দাবি করেছে, আজ বৃহস্পতিবার ওই তরুণীর আগাম জামিন বিষয়ক শুনানি হওয়ার কথা এলাহাবাদ হাইকোর্টে। কিন্তু তার ফোনকলের বিস্তারিত দেখে বোঝা গেছে তিনি পালানোর চেষ্টা করছিলেন। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত মঙ্গলবারই তাকে গ্রেপ্তার করে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছিল।
কিন্তু অতিরিক্ত জেলা জজ ফার্স্ট কোর্ট তার গ্রেপ্তারি পরোয়ানার ওপর স্টে অর্ডার দেয়। এ জন্য গত মঙ্গলবার তাকে ছেড়ে দেয়া হয়।
অভিযোগ আছে, তিনি ও তার তিন বন্ধু স্বামী চিন্ময়ানন্দের কাছে ফোন করেছিলেন এবং ৫ কোটি রুপি চাঁদা দাবি করেছিলেন। তা না হলে তারা তার ভিডিও প্রকাশ করে দেবেন। ওই টেলিফোন কলের অভিযোগ তুলে পুলিশে মামলা করেন বিজেপির এই নেতা।
ওদিকে, গত ২০ সেপ্টেম্বর যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল স্বামী চিন্ময়ান্দকে। এ সময় তিনি হাসপাতালে যাচ্ছিলেন। তাকে স্থানীয় একটি আদালত ১৪ দিনের বিচার বিভাগীয় রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর থেকে স্বামী সুখদেবানন্দ ল কলেজের পরিচালক স্বামী চিন্ময়ানন্দ ছিলেন গৃহবন্দি।
ওদিকে যৌন হয়রানির অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশে সামাজিক একটি যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেন ওই তরুণী।